নতুন প্রজেক্টে গিটের ব্যাবহার: নতুনদের জন্য

1. গিটহাবে নতুন গিট একাউন্ট তৈরি করে নিতে হবে

নতুন প্রজেক্টে কাজ করার জন্য প্রথমেই আমাদের গিটহাবে একটি নতুন রিপজিটরি বানাতে হবে। এর জন্য আমাদের গিটহাবে একটি একাউন্ট খুলে ফেলতে হবে প্রথমে। এর জন্য গিটহাবের মূল পেজে গিয়ে প্রদত্ত ফর্ম টা সঠিক ভাবে পূরণ করতে হবে, এবং সাবমিট করে ভেরিফাই করতে হবে। সব হয়ে গেলে লগইন করে নিতে হবে।

2. গিটহাবে নতুন রিপোজিটরি তৈরি করা

গিটহাবের (GitHub) মূল পেজ এ গিয়ে ডান কোনায় + চিহ্নতে ক্লিক করি। 

 

 ক্লিক করার পর নিচের মতো মেনু হাজির হবে। এখানে New repository তে ক্লিক করার পর রিপজিটরি তৈরি করার পেজ হাজির হবে। 


 

 এরপর আমরা রিপোজিটরির (Repository) এর জন্য একটি নাম দিবো এবং Create repository ক্লিক করার আগে ছোট করে একটু Description দিয়ে দিবো। এবং আপাতত আমরা “Initialize this repository with a README” এখানে টিক/মার্ক দিবো না।

 

 

কাজ শেষ আপনার রিপজিটরি তৈরি হয়ে গেছে। এবার আপনার প্রোফাইল পিকচারের উপর ক্লিক করে > “Your repositories” এ ক্লিক করুন। এবং পরের পেজ থেকে আপনার নতুন রিপোতে চলে যান।

 

 

 

3.আমাদের গিট রিপজিটরির লোকাল ভার্সন তৈরি করা

আমাদের প্রথম কাজ হলো, আমাদেরকে আমাদের নতুন রিপোজিটরির একটি অফলাইন কপি তৈরি করতে হবে। যার জন্য আমাদেরকে প্রথমে আমাদের রিপোকে ক্লোন করে নিতে হবে,

 


 

git clone [https_address] 

 

এই কমান্ড ব্যাবহার করে। আপনার নতুন রিপোর হোম পেজে নিচের মতো দেখাবে। সেখান থেকে https টা আমরা কপি করে নিবো।

 

কপি করার পরের ধাপে আপনি আপনার কম্পিউটারের CMD/Terminal/Git Bash চালু করে নিচের কমান্ড লিখুন, 

git clone সদ্য_কপি_করা_https_address_এখানে

এর আউটপুট নিচের মতো হবে, 

এর আউটপুট নিচের মতো হবে,

এখন আমরা cd আমাদের_রিপোজিটরির_নাম কমান্ডের মাধ্যমে cmd/terminal/git bash এর লোকেশন চেঞ্জ করে আমাদের রিপোতে নিয়ে যাবো। আপনি আপনার প্রজেক্টকে যেখানে ক্লোন করেছেন (Terminal/Cmd এর প্রতি লাইনেই যেখানে বর্তমান লোকেশন তা দেখায়।

 ie. C:\users\your name etc. )

সেখানে দেখতে পাবেন।

 

Post a Comment

0 Comments