গিট ইন্সটল করা: নতুনদের জন্য

 

1. Windows ভিত্তিক OS এর জন্য

Windows এ গিট ইন্সটল করার জন্য এই লিঙ্ক থেকে গিট ডাউনলোড করে ইন্সটল করে নিন। ইন্সটল করার একধাপে PATH variable setup option আসলে এটা সিলেক্ট করে দিবেন।

 

git installation: windows

 

এতে করে আপনি CMD (Command line) থেকে গিট কমান্ড দিতে পারবেন। আপনি git bash থেকেও গিট কমান্ড দিতে পারবেন।

গিট ইন্সটল হয়ে গেলে cmd তে কমান্ড দিন,

git --version 

যদি,

 git version 2.17.1 

দেখায় তাহলে ওকে আছে 🙂। 

 

2. প্রথমবার গিট কনফিগার করা

গিট কনফিগার করার জন্য আমাদের git config কমান্ড দিতে হবে। গিট এর কনফিগ কমান্ড এই লেভেল গুলিতে কাজ করতে পারে,

  1. লোকাল লেভেল (Local level): লোকাল লেভেল গিট কনফিগ শুধু প্রজেক্ট ফোল্ডারেই সীমাবদ্ধ থাকে। এর কনফিগারেশন অপশন হলো –local। গিটের কমান্ডে যদি কোন কনফিগারেশন অপশন দেয়া না হয় তবে Default ভাবে লোকাল লেভেল কনফিগ করা হয়।
  2. গ্লোবাল লেভেল (Global level): গ্লোবাল লেভেল কনফিগ শুধু একটি অপারাটিং সিস্টেমের নির্দিস্ট ইউজারের উপর প্রয়োগ হয়। তার মানে একজন ইউজার আরেকজন ইউজারের কনফিগারেশন এক্সেস করতে পারবে না। এর কনফিগারেশন অপশন প্যারামিটার হলো –global.
  3. সিস্টেম লেভেল (System level): সিস্টেম লেভেল কনফিগারেশন একটি অপারেটিং সিস্টেমের সকল ইউজার ব্যাবহার করতে পারে। এর অপশন প্যারামিটার হল –system.

গিট ইন্সটল করার পরে আমাদেরকে প্রথমেই ইউজার নেম (User name) এবং ইমেইল সেটআপ করে নিতে হবে। এর জন্য আমরা (লিনাক্স) টার্মিনাল এ গিয়ে কমান্ড করবো/ Windows ইউজার রা cmd তে গিয়ে/ git bash চালু করে এই কমান্ড দিতে হবে,

এই কমান্ড করার পরে আমাদের কনফিগ গিটের গ্লোবাল লেভেলে সেভ হবে। –global বাদ দিলে লোকাল লেভেলে সেভ হবে। কনফিগ সেট হয়েছে কিনা তা দেখার জন্য আমরা নিচের কমান্ড দুটি দিবো,

git config user.email
git config user.name

 

 

Post a Comment

0 Comments