আমার সম্পর্কে

আমি কে, কি, কেন?

 

 

আমার সম্পর্কে আরিয়ান কবির, পেশায় এন্ড্রয়েড অ্যাপ্লিকেশন ডেভেলপার। কাজ করছি কার্লেব্রাকেটস, নরওয়ের একটি স্বনামধন্য সফটওয়্যার কোম্পানিতে সফটওয়্যার ডেভেলপার হিসেবে। না, আমি সেখানে থাকি না, রিমোটলি অফিস করি। পেশা এন্ড্রোইড এপ্লিকেশন ডেভেলপিং আর টুকটাক ব্লগিং করি। ব্লগিং এর সময় খুব একটা পাই না, একটু সময় পেলে হাবিজাবি কিছু লেখে পাবলিশ করে দেই এখানে।

 

প্রথমেই আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার ব্যাক্তিগত পাতাটি পড়ার জন্য। আরিয়ান কবির বন্ধু সমাজে কবির বলেই বেশি পরিচিত। আমার জন্মস্থান রাজশাহী, নাটোরে। এবং স্থায়ী ঠিকানা ও সেখানে। ছোটবেলা থেকেই বড় হয়েছি 

মানুষ হিসেবে আমি অনেক মজার মানুষ। আমার সেন্স অব হিউমার অনেক ভালো। এবং যাদের সেন্স অব হিউমার ভালো তাদের সাথে মিশতে অনেক পছন্দ করি। অবশ্য আমার সেলফ রেস্পেক্ট একটু বেশী, অনেকে সেটাকে ইগো বলে ধরে নেয়, হায়রে বোকা মানুষজন।

ছোটবেলা থেকেই আমার মধ্যে নতুন কোন বিষয় জানার আগ্রহ সব সময় প্রকাশ করত। ছেলেবেলা থেকেই বিজ্ঞান ও তথ্য প্রযুক্তির প্রতি গভীর টান অনুভব করি। ছেলেবেলা থেকেই প্রযুক্তি বিষয়ক বই কেনার ওপর অনেক আগ্রহ ছিল আমার, আমার এটা মনে আছে প্রথম কিনেছিলাম ডক্টর জাফর ইকবালের স্যারের সাইন্স ফিকশন একটি বই “ট্রাইটন একটি গ্রহের নাম” বইয়ের পাতা উল্টে পাল্টে অনেক দেখছি কিন্তু কিছুই বুঝে উঠতে পারছিলাম না তখন। মনে মনে ভাবছি টাকা দিয়ে একি কিনলাম। আসলে সেই বয়সটা সায়েন্স ফিকশন বই পড়ার বয়স নয়, কিন্তু বইটা পড়ার শেষে একটি রোবটের মৃত্যুতে আমি অনেকবার ফুঁপিয়ে ফুঁপিয়ে কেঁদেছিলাম। এখনো সেই সৃতি মনে পড়লে খুব হাসি পায়। এখন ভাবি, সেই সময়ে টাকা দিয়ে কেনা বইগুলোই আমার জীবনের শ্রেষ্ঠ সম্পদ ছিল। ছেলেবেলা থেকে এ পর্যন্ত কয়েক হাজার গ্রন্থ পড়েছি তবে সবচেয়ে ভালো লাগতো নিজের টাকায় নতুন বই কিনে পড়তে। বর্তমানে আমার কয়েকশত বইয়ের একটি ছোট সংগ্রহশালা রয়েছে আমার রুমে। প্রযুক্তির টানেই হয়তো আজকে একজন সফল ব্যাক্তি হিসেবে নিজেকে পরিচয় দিতে পারছি। ভাললাগে সারা রাত জেগে ডাইরি লিখতে, ছোটবেলা থেকেই রাত জেগে বই পড়া বা ডাইরি লিখা আমার প্রিয় শখ ছিল। কিন্তু বর্তমানে এখন আর নেই, কিন্তু বেশ কিছু গল্প, গান আমার ডায়েরিতে লেখা আছে। সময় না হওয়ায় ডাইরি লিখাটা বন্ধ এখন। পুরোনো শখ গুলো হারিয়ে গেছে বলে মাঝে মধ্যে মনটা খারাপ হয়ে যায়।

যাইহোক, সামাজিক কিছু দায়বদ্ধতা আমার মাঝে প্রবলভাবে কাজ করে প্রতিশ্রুতিও একই ধারায় অন্তর্ভুক্ত। তাই আমার জীবনের প্রতিটি সফলতা যেন আমার প্রতিশ্রুতি পুরনে অঙ্গীকারবদ্ধ। আমি শুরু থেকেই যেসকল বিষয়ের উপরে গবেষণা এবং পরিকল্পনা গ্রহন করেছিলাম তার প্রতিটিই বাস্তবায়ন এবং সফল করে তোলাটাই আমার প্রধান লক্ষ্য। আমি খুব দৃঢ়ভাবে বিশ্বাস করি,

“প্রতিটি সফলতার জন্য গুরুত্বপূর্ণ যে বিষয়টি কাজ করে তা হলো আপনি তার জন্য কি পরিমান ক্ষুদার্ত।”
আরিয়ান কবির